বাংলাদেশে স্পোর্টসকে অর্থনীতির অংশ হিসেবে কখনো গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্পোর্টস যে অর্থনীতিতে কত বড় অবদান রাখতে পারে, তা বিশ্বের বিভিন্ন দেশ- যেমন ব্রাজিল ও অস্ট্রেলিয়া প্রমাণ করেছে। তাদের জিডিপির বড় অংশই স্পোর্টস থেকে আসে। তাই স্পোর্টসের উন্নয়ন কেবল ক্রীড়াঙ্গনকে নয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও এগিয়ে নিয়ে যাবে। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, তারেক রহমানের ভাবনায় দেশের প্রত্যেক অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স
নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কমপ্লেক্সে ক্রিকেট, ফুটবল, হকিসহ বিভিন্ন খেলার সুযোগ থাকবে এবং যেখানে যেখানে যোগ্যতা আছে, সবাই নিজের পছন্দমতো অংশগ্রহণ করতে পারবে। এর মাধ্যমে আগামীর ক্রীড়াঙ্গনের নেতৃত্বও গড়ে উঠবে। এ ছাড়া একটি বিশেষ স্পোর্টস চ্যানেলের মাধ্যমে দেশের ক্রীড়ামুখীরা সর্বশেষ খবর ও অনুষ্ঠান সহজে উপভোগ করতে পারবে।
সাবেক এই মন্ত্রী বলেন, স্পোর্টস কেবল স্বাস্থ্য ও বিনোদন নয়, এটি দেশের সফট পাওয়ার হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও তুলে ধরবে। ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মতো আমরা চাই স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে।