গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে মুসল্লিরা।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে হাজারো মুসল্লি টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে স্টেশন রোড এলাকায় সমবেত হন। সেখানে তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা মুফতি মুহিবুল্লাহ মাদানী অপহরণের ঘটনায় অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং হিন্দু সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাকসুদুল করিম। আরও বক্তব্য দেন মুফতি মুহিবুল্লাহ মাদানী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী সরকার জাবেদ সুমন, মাওলানা সামসুদ্দিন খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল