দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।
আজ শুক্রবার রাজধানীর ডেমরার ৭০ নং ওয়ার্ডে এই গণসংযোগ করেন তিনি। সেই সঙ্গে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীউল্লাহ নবী।
নবীউল্লাহ নবী বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই।
ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং ডিএনডি প্রকল্পের জলাবদ্ধতা নিরসন আমার প্রধান অগ্রাধিকার।
নবী উল্লাহ নবী আরও বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না, পরাজিত শক্তির সব চক্রান্তকে নস্যাৎ করে দেবে।
ডেমরা থানার ৭০ নং ওয়ার্ডের শুন্যা টেংরা ইউনিটের সমাজের পক্ষ থেকে এই নির্বাচনী উঠান বৈঠকে হাজার হাজার জনতার কণ্ঠে ধানের শীষের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এতে থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ