নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের দীর্ঘ ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি ১৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে মসজিদে আধুনিক ওয়াশ ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই মসজিদে এতদিন কোনো স্বাস্থ্যসম্মত অজুখানা, প্রস্রাবখানা কিংবা সুষ্ঠু পয়োনিষ্কাশন ব্যবস্থা ছিল না। ফলে নামাজে আগতদের ভোগান্তির শেষ ছিল না— বিশেষ করে যোহরের নামাজের সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ওজু বা বাথরুম ব্যবহার করতে হতো। রাজনৈতিক জটিলতায় মসজিদ কমিটির কার্যক্রমও দীর্ঘদিন অচল ছিল।
জেলা প্রশাসক বিষয়টি জানার পরই স্থায়ী সমাধানে এগিয়ে আসেন।
মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ডিসি স্যার আন্তরিকভাবে মুসুল্লিদের কষ্টের বিষয়টি বুঝে দ্রুত সমাধানে পদক্ষেপ নিয়েছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই মসজিদে প্রথম আসার সময়ই সমস্যাগুলো জানতে পারি। আমাদের সামর্থ্য সীমিত হলেও মুসল্লিদের জন্য কিছু করতে পেরে আনন্দিত। আরও বরাদ্দের জন্য আবেদন করব।
বিডি প্রতিদিন/হিমেল