বরিশালের বাকেরগঞ্জে খেয়া পারাপারের যাত্রী ভাড়া বেশি নেয়ায় ইজাদারকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
নির্বাহী হাকিম তন্ময় হালদার জানান, উপজেলার কবাই ও ফরিদপুর ইউনিয়নের মাঝে কারখানা নদীতে খেয়া ঘাট রয়েছে। নদীর এ পাড় থেকে অপরপাড়ে যেতে ইঞ্জিনচালিত নৌকা রয়েছে। নৌকায় প্রতি যাত্রী পারাপারে ১০ টাকা নেয়ার নিয়ম রয়েছে। কিন্তু বর্তমানে ২০ টাকা করে নেয়া হয়। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে অভিযোগের প্রমাণ পেয়ে ইজারাদার সজিব মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খেয়া পারাপারের ভাড়ার তালিকা টানানোর নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম