ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় উদ্বেগ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। এমন সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানায় সংগঠনটি। গতকাল সমিতির চেয়ারম্যান মো. সবুর খান ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ও যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের মাধ্যমে সমাধান সম্ভব। সমাধান না হলে অংশীজন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়কে জানানো যায়। অনাকাক্সিক্ষত ঘটনায় শিক্ষার পরিবেশ বিনষ্ট ও শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়া কাম্য নয়।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ^বিদ্যালয়টির উপাচার্যসহ সব বিভাগীয় প্রধান ও ডিন পদত্যাগ করেন।