সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নেরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচারের দাবিতে ক্ষুদ্ধ গ্রামবাসী স্কুলে তালা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সাথে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থার আশ্বাস দেয়া হয়।
জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) প্রাইভেট পড়ানোর সময় ওই সহকারী শিক্ষক স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। এ ঘটনায় ওই ছাত্রীর অভিভাবক লিখিত অভিযোগ দিলে ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক। মঙ্গলবার দুপুরে স্থানীয় গ্রামবাসী ওই শিক্ষককে স্কুলের অফিস কক্ষে আটকে রাখে। তারপর তিনি কৌশলে পালিয়ে যান। এতে গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে অফিস কক্ষসহ স্কুলে তালা ঝুলিয়ে দেয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
স্কুলের প্রধান শিক্ষিক জানান, ঘটনার সত্যতা পাওয়া যায়। এলাকাবাসীসহ ম্যানেজিং কমিটির সদস্যরাও স্কুলে এসেছিল। কিন্তু হঠাৎ অভিযুক্ত শিক্ষক নামাজের কথা বলে স্কুলের অফিস থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনী স্কুলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন জানান, সরেজিমনে গিয়ে ভুক্তভোগী ছাত্রী ও অভিভাবকের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল