নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আক্তার জুঁইকে (৭) গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে গাড়ফা বাজারে জোনাইল-রাজাপুর সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাড়ফা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধনকালে পরিষদের সভাপতি হাসান মাহমুদ, সাবেক ইউপি সদস্য আন্তাদুল ইসলাম, পল্লী চিকিৎসক আতিকুল ইসলাম ও স্কুল শিক্ষক আল আমিন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন স্বল্প সময়ের মধ্যে আসামিদের সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেছে, এতে আমরা আশান্বিত হয়েছি। আমরা এখন খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, সেটা দেখতে চাই। একই সাথে অধিকতর তদন্তে আরো কেউ যদি জড়িত থাকে, তারা যেন ছাড়া না পায় এবং গ্রেফতাররা যেন আইনের ফাঁক-ফোকর দিয়ে পার পেয়ে না যায় সে ব্যাপারে পুরোপুরি সচেতন থাকতে হবে। একই সঙ্গে এ মামলাকে কেন্দ্র করে কোন নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি করা না হয় সেটাও প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল সকালে গাড়ফা প্রবাসী জাহিদুল ইসলামের শিশুকন্যা জুঁইকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শনিবার অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল