চাঁদপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সার্কিট হাউস কনফারেন্স রুমে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর, পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুতফর রহমান, জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী।
কর্মসলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রশিক্ষণার্থী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত