রাজবাড়ীতে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘সি’ ক্যাটাগরিতে ৭১ জনকে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় এ সময় ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য, এইচ এম হাসিবুল ইসলাম শিমুল বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে। আমরা জেলা প্রশাসন তাদের পাশে রয়েছি। তাদের যেকোন প্রয়োজন জেলা প্রশাসন পাশে থাকবে।
অর্থিক অনুদানের চেক বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পর আহত শিক্ষার্থীরা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই শহীদ ও বিপ্লবী যোদ্ধাদের স্বীকৃতি প্রদান ও স্বৈরাশাসকের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধকরণের দাবি করে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক বলেন, দুইটি দাবি উল্লেখ করে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছেন। তারা দুইটি দাবি উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন কাজ করবেন।
বিডি প্রতিদিন/এএ