দীর্ঘদিনের পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন (নিবন্ধন নম্বর ০১৮০) পেয়েছে কাউনিয়া ফুটবল একাডেমি।
নিবন্ধন প্রাপ্তি উপলক্ষ্যে শনিবার বিকেল ৫টায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিসহ একাডেমির পরিচালনাকারীদের ফুল দিয়ে বরণ করে নেন সদস্যরা।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই একাডেমি জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এখান থেকেই উঠে এসেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দল ও পুলিশ এফসির প্রতিভাবান খেলোয়াড় ঈসা ফয়সাল।
গত শুক্রবার রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল একাডেমির সনদপত্র হস্তান্তর করেন। কাউনিয়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইদুজ্জামান বাবু সনদ গ্রহণ করেন এবং একাডেমির অগ্রযাত্রায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বর্তমানে একাডেমিতে ১০ থেকে ১৮ বছর বয়সী প্রায় ১৭০ জন ছেলে ও ১৫ থেকে ২০ জন মেয়ে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে। পাশাপাশি একাডেমিতে নতুন ভর্তির কার্যক্রমও চলমান রয়েছে।
জানা গেছে, ২০২৪ সাল থেকে ধারাবাহিক যাচাই-বাছাই ও মাঠ পর্যায়ের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে কাউনিয়া ফুটবল একাডেমিকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। সন্তোষজনক পারফরম্যান্স এবং ব্যবস্থাপনার মান বিবেচনায় বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর মাহাবুবুল আলম এ একাডেমিকে ‘ওয়ান স্টার লাইসেন্স’ প্রদানের সুপারিশ করেন। পরে বাফুফে ও ফিফার যৌথ সহযোগিতায় চূড়ান্তভাবে এই স্বীকৃতি প্রদান করা হয়।
একাডেমির মূল লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবল খেলোয়াড় তৈরি করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা।
কাউনিয়া ফুটবল একাডেমির সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক মো. শফিকুল আলম শফি, সহ-সভাপতি মো. শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক জ. মো. হুমায়ুন কবির তারা এবং প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইদুজ্জামান বাবুর নেতৃত্বে একাডেমি সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।
ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন একাডেমির পরিচালক মো. সাইদুজ্জামান।
বিডি প্রতিদিন/কেএ