বৈশাখী টিভির মিউজিক্যাল শো: ‘তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সংয়ে এবার গান গাইবেন কণ্ঠশিল্পী অন্তর রহমান। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তমা রসিদ। প্রচারিত হবে আজ সোমবার রাত ৮ টায়।
অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ।
অন্তর রহমান মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। তার গাওয়া হারানো দিনের কয়েকটি গান গোল্ডেন সংয়ে প্রচারিত হবে।
অন্তর রহমান বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/কেএ