ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খালেদ খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী সদর থানার ওসি মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। তাকে আনতে বিমানবন্দরে পুলিশ পাঠানো হয়েছে।
গত বছরের ৪ আগস্ট মহিপালে ছাত্র হত্যায় একাধিক মামলার আসামি খালেদ। তিনি সৌদি আরব ছিলেন। সেখানে থেকে দেশে আসছিলেন। পরে বিমানবন্দরে গ্রেফতার হন
বিডিপ্রতিদিন/কবিরুল