পটুয়াখালী জেলার দুমকিতে আকস্মিক বৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশত বাড়িঘর। এছাড়া, লেবুখালী-বাউফল সড়কের রাজাখালী নামক স্থানে যাত্রীবাহী মাহেন্দ্রের ওপর গাছ পড়ে দুইজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার ওপর দিয়ে আকস্মিক কাল বৈশাখি ঝড় বয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। রাজাখালী ফার্মগেট এলাকায় বগা থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রার ওপর একটি বড় রেইনট্রি গাছ উপরে পড়ে। তখন ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) গাড়ি থেকে নেমে যেতে পারলেও মাহেন্দ্রায় থাকা আতিকুর রহমান (৪২), গোলাম সরোয়ার (৩৬) নামে দুইজন যাত্রী আটকা পড়েন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পটুয়াখালী জেলা শহর থেকে আসা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যানচলাচল স্বাভাবিক হয়।
এছাড়া, ঝড়ে রাজাখালী ও চরবয়রা গ্রামের প্রায় অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ