জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামে এক সপ্তাহ ধরে ছুটে বেড়াচ্ছে একটি দলছুট হনুমান। কখনো চিকন গাছের মগডালে আবার মাটির বাড়ির টিনের ছাউনির টুইয়ের ওপরে, এ বাড়ি থেকে অন্য বাড়িতে ছোটাছুটি করছে হনুমানটি। এটিকে দেখতে ভিড় জমাচ্ছে আশপাশের বিভিন্ন গ্রামের উৎসুক মানুষ।
বৃহস্পতিবার দুপুরে হনুমানটিকে দেখা যায় পুনট পাঁচপাইকা গ্রামের পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের মাটির বাড়ির টিনের টুইয়ে বসে থাকতে। প্রথমে বাড়ির সবাই দৌড়ে পালিয়ে গেলেও পরে গ্রামবাসী সেখানে আসে। লোকজন হনুমানটিকে খাবার দেয়। কিন্তু হনুমান খায় না। অনেক শিশু-কিশোর ঢিল ছুড়ে মারছে, তবু হনুমান সেখান থেকে সরছে না। না খাওয়ায় হনুমানটি দুর্বল হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক সপ্তাহ ধরে হনুমানটি ছোটাছুটি করে বেড়াচ্ছে। মঙ্গলবার পৌরসভার সরাইল মহল্লায় হনুমানটিকে দেখা গেছে। ক্ষুধার জ্বালায় হনুমানটি এক এলাকা থেকে অন্য এলাকায় এভাবে ঘুরে বেড়াচ্ছে। মানুষ খাবার ছুড়ে দিচ্ছে। কিন্তু প্রাণীটি ভয়ে খাচ্ছে না। শুঁকেই চলে যাচ্ছে। খাবার পছন্দসই হচ্ছে না। অনাহারে দুর্বল হয়ে গেছে প্রাণীটি। তবে উদ্ধার কোনো সমাধান নয় বলে জানিয়েছে বন বিভাগ।
পাঁচপাইকা গ্রামের মিঠু ফকির বলেন, খাদ্যসংকটের পাশাপাশি হনুমানটির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানুষের অত্যাচার।
সামাজিক বন কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, ‘এটা উদ্ধারে কোনো সমাধান নয়। প্রাকৃতিকভাবেই তারা এমনিতে আগের স্থানে চলে যাবে। ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করে কী হবে? ধরলে চিড়িয়াখানায় জমা দিতে হবে। তার জীবন বন্দি হয়ে পড়বে। বরং তাকে উত্ত্যক্ত করা যাবে না। তাকে নিরাপদে রাখলে সে কারোর ক্ষতি করবে না।’