ছাতকে ব্যবসায়ী জিয়াউর রহমানকে হত্যার পর বস্তাবন্দি লাশ ফেলা হয় খালে। র্যাবের তদন্তে বের হয় প্রকৃত ঘটনা। র্যাবের দাবি, স্ত্রী নিজেই স্বামীকে খুন করে সাজিয়ে ছিল নাটক। এ ঘটনায় জিয়াউর রহমানের স্ত্রী রানু বেগমকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল র্যাব-৯ এ তথ্য জানায়। র্যাব ২৬ অক্টোবর এ খুনের ঘটনায় জিয়াউর রহমানের সৎ-ভাই বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছিল। র্যাবের দাবি, জিয়াউরের স্ত্রীর সঙ্গে বাবুলের পরকীয়ার ছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
১০ সেপ্টেম্বর সকালে রানু বেগম ফোন করে জিয়াউরের ভাইকে জানান মহদী গ্রামের আন্দোয়া খালে বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। রানু আরও জানান, ৮ সেপ্টেম্বর থেকে জিয়াউর রহমান নিখোঁজ। বস্তাবন্দি লাশ জিয়াউরের বলে শনাক্ত হয়। এ ঘটনায় তার ভাই ছাতক থানায় হত্যা মামলা করেন।