নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আবদুল কাদের জিলানী ওরফে কান কাটা কাদিরা (৪২) চৌমুহনী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের গোফরান মিয়ার বাড়ির মো. গোফরানের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চেরাং বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ ৪টি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে। ওসি লিটন দেওয়ান বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’