হুহু করে বাড়ছে পিঁয়াজের দাম। এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা। গত সপ্তাহে রাজবাড়ীর বিভিন্ন হাটবাজারে প্রতি মণ (৪০ কেজি) পিঁয়াজ বিক্রি হয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ টাকা। তবে চাষিরা বলছেন, এখন পিঁয়াজের দাম বাড়লেও সব মুনাফা যাচ্ছে গুটিকয় মজুতদারের পেটে। কারণ কৃষকের ঘরে এখন পিঁয়াজ নেই। সাধারণ কৃষক এর সুফলও পাচ্ছেন না। তাঁরা বঞ্চিত হচ্ছেন। ফরিদপুরের ভাঙ্গার বড় মুচকুরনি গ্রামের পিয়াজ চাষি নূর আলম শেখ (৪৫) বলেন, ‘পিঁয়াজের দাম এখন বেড়েছে। শতকরা ৯৫ ভাগ চাষির ঘরে পিঁয়াজ নেই। যেসব চাষির ঘরে পিঁয়াজ আছে তা খুবই সামান্য। যারা পিঁয়াজ কিনে মজুত করেছিল, তারা লাভবান হচ্ছে।’ চাষিরা বলছেন, ১৫-২০ দিন আগে পিঁয়াজের ঝাঁজ বাড়া শুরু করে। স্থানীয় কিছু মজুতদার মৌসুম শুরুর দিকেই কম দামে পিঁয়াজ কিনে মজুত করেছিলেন। তাঁদের কাছে এখনো পিঁয়াজ রয়েছে। দামের সুফল তাঁরাই পাচ্ছেন, কৃষক বঞ্চিত হচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুরের এক ব্যবসায়ী বলেন, পিঁয়াজের বাজারে সিন্ডিকেট রয়েছে। তারা পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে জানান এই ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পিঁয়াজের সরবরাহ কম। বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে প্রতি মণ পিঁয়াজ বিক্রি হয়েছে ৪ হাজার টাকা। শুক্রবার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া হাটে প্রতি মণ বিক্রি হয়েছে ৪ হাজার ১০০ টাকা। গতকাল কোলারহাট ও মাশালিয়া বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে পিঁয়াজের সরবরাহ কম। মুড়িকাটা পিঁয়াজ আসা পর্যন্ত বাজারে সরবরাহ কম থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে এ বছর ৫ হাজার ৮৭৫ হেক্টর জমিতে মুড়িকাটা পিঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে পিঁয়াজ বাজারে আসতে আরও এক মাস লাগবে। এ ছাড়া চৈত্রের প্রথম সপ্তাহে হালি পিঁয়াজ বাজারে আসবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
পিঁয়াজের বাড়তি দাম মজুতদারদের পকেটে
ঘরে পিঁয়াজ নেই দাম বাড়লেও বঞ্চিত কৃষকরা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী ও অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর)
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর