চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে সেলিম ফকির (২৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা। এই দুর্ঘটনায় চালকের সহযোগী রাকিবও (২০) গুরুতর আহত হয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, রবিবার ভোর সাড়ে ৫টায় কদমরসুল এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে পেছনের দিকে চলে আসলে অপর একটি রডবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ওই ট্রাকের চালক মারা যান এবং সহযোগী আহত হন।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জব্দ করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ