চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ জালনোট ও ওয়াকিটকিসহ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আজিম (৩০) ও মো. সোহাগ (৩৬)। এসময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আজিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৩ হাজার ৫’শ টাকার জালনোট উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সোহাগকেও গ্রেফতার করা হয় এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন দরে জালনোট ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছে। দুই জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম