চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পুলিশের ভয়ে পুকুরে লাফ দিয়ে নিখোঁজ হওয়া মাসুদ রানা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। নিহত রানা ওই এলাকার স্থানীয় বাসিন্দা নেছার আহমেদের পুত্র।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রবিবার বিকেল তিনটার দিকে বন্দর থানার বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় তাস খেলছিলো কিছু যুবক। এ সময় বন্দর থানা পুলিশের একটি টহল টিম সেখানে গেলে যুবকরা পালানোর চেষ্টা করে। এসময় বেশ কয়েকজন পুকুরে লাফ দেয়। এদের মধ্যে বাকীরা উঠে গেলেও মাসুদ রানা পানি থেকে উঠেনি। সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
বন্দর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, রানা পানিতে লাফ দেওয়ার পর পুলিশ সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। কিন্তু সে পানি থেকে উঠেনি। সোমবার সকালে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন