সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানের আল্টিমেটাম আগেই দিয়ে রেখেছিল মেট্রোপলিটন পুলিশ। সড়ক থেকে কাগজপত্রবিহীন সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। আল্টিমেটাম শেষে আজ সোমবার থেকে অভিযানে নেমেছে পুলিশ।
সকাল ৮টা থেকে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলা পয়েন্টে একযোগে শুরু হয় অভিযান। সিএনজিচালিত অটোরিকশার কাগজপত্র পরীক্ষা, অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা জব্দ করেন পুলিশ সদস্যরা। অভিযানে বেশ কিছু যানবাহন জব্দ করে পুলিশ লাইনে নেওয়া হয়।
অভিযান নিয়ে পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। অবৈধ যানবাহনের চালকরা অভিযানকালে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ালেও বৈধরা স্বাগত জানিয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী জানান, নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। প্রচার প্রচারণা চালানো হয়েছে। যারা নির্দেশনা না মেনে অবৈধ যানবাহন সড়ক থেকে সরিয়ে নেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন