চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় দেশীয় কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর।
সোমবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, একটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনলাইনে অর্ডার নিয়ে পণ্য না দেওয়া, অর্ডার চার্জ ফেরত না দেওয়াসহ কিছু অভিযোগ ছিলো। শুনানির জন্য তাদের ফোনে না পাওয়ায় অধিদপ্তরের দল ওই দোকানে যায়। সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি দেশীয় কাপড়কে পাকিস্তানি কাপড় বলে বিক্রিরও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চকবাজার মোড়ে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি বিক্রির দায়ে ফুলকলিকেও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন