গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। যার পরিপ্রেক্ষিতে বিএনপির এক ঝাঁক মনোনয়নপ্রত্যাশী ধানের শীষ প্রতীক পেতে তোড়জোড় শুরু করেছেন। তারা হলেন-জেলা মহিলা দলের সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, মহিলা দলের নেত্রী মাসউদা আফরোজ হক (শুচি), রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহম্মেদ ও জেলা যুবদলের সাবেক সভাপতি নেতা মো. আসাদুল্লাহ আহমদ। অন্যদিকে জামায়াতের মনোনীত প্রার্থী হলেন ড. মিজানুর রহমান।
প্রার্থিতা প্রসঙ্গে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আসনটিতে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম বলেন, আমি দলের নির্দেশনা মেনে কাজ করে আসছি। তাই দল আমাকেই মনোনয়ন দেবে বলে আশা করছি।
মহিলা দলের নেত্রী মাসউদা আফরোজ হক (শুচি) বলেন, তিন উপজেলায় দলের নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পাশে থেকে ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। দল অবশ্যই বিবেচনা করবে।
তারিক আহম্মেদ ও মো. আসাদুল্লাহ আহমদ বলেন, দলের জন্য শত বাধাবিপত্তি পেছনে ফেলে কাজ করে আসছি। তাই দল আমাদের মূল্যায়ন করলে জয়ী হব। জামায়াতের প্রার্থী ড. মিজানুর রহমান বলেন, বিগত সময়ের চেয়ে জামায়াতে ইসলামীর ভোট ও জনপ্রিয়তা বেড়েছে। আমি বিজয়ী হব বলে আশা করছি।