সম্প্রতি বেআইনি অনলাইন বেটিং অ্যাপ ঘিরে তদন্তে নাম জড়ানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। এবার তিনি নিজেই মুখ খুললেন বিষয়টি নিয়ে এবং জানালেন স্পষ্ট বার্তা।
ইডির (ED) তলবের পর গত ১৬ সেপ্টেম্বর দিল্লিতে হাজিরা দেন মিমি। তদন্ত সংস্থা জানায়, একটি অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। সেই অ্যাপের প্রচার বা আর্থিক লেনদেনে সম্ভাব্য যোগসূত্রের কারণেই মিমি, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না ও শিখর ধাওয়ানসহ একাধিক তারকাকে ডাকা হয়েছে।
এতদিন চুপ থাকলেও এবার মিমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, 'আমি কোনওভাবে এমন কোনও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নই যারা বেটিং বা জুয়ার মতো কার্যকলাপকে প্রচার করে। যদি আমার নাম বা ছবি এই ধরনের প্রচারে ব্যবহার করা হয়, তা সম্পূর্ণ অনুমতিহীন। আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।'
তিনি আরও বলেন, ভারত সরকার ইতোমধ্যে ‘রিয়েল মানি গেমিং অ্যাপ’ নিষিদ্ধ করেছে। এই অ্যাপগুলোতে অংশগ্রহণের মাধ্যমে তথ্যচুরি, সাইবার হামলা ও প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে।
অভিনেতা অঙ্কুশ হাজরাও একই বিতর্কে জড়ালেও এখনো পর্যন্ত তিনি প্রকাশ্যে কিছু বলেননি। তবে এই আইনি জটিলতা মিমি-অঙ্কুশ অভিনীত আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এর প্রচারে কোনো প্রভাব ফেলেনি।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। যেখানে খলনায়কের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে এবং মিমিও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
বিডি প্রতিদিন/মুসা