জমে উঠেছে চলমান এশিয়া কাপ। ক্রিকেটে এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে সুপার ফোরে বাংলাদেশের পাশাপাশি লড়াই করছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ পর্বের প্রথম লড়াইয়ে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। গতকাল মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।
ভারত-পাকিস্তান ক্রিকেটীয় লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এবারের এশিয়া কাপে এ উত্তেজনার পারদ চড়েছে আরও কয়েক ধাপ। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা নিয়ে বেশ আলোচনা হয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের হাত মেলানোর ঘটনা ক্রিকেট মাঠে নিয়মিত দৃশ্য। কিন্তু জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন। এ ঘটনায় পুরো ক্রিকেট বিশ্বই অবাক হয়ে যায়। শুরু হয় তর্কবিতর্ক। গতকাল আরও একবার ব্যাট-বলের লড়াইয়ে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবারেও বিতর্কের জন্ম দিল ম্যাচটি।
সাধারণত টস করে দুই দলের অধিনায়ক হাত মেলান পরস্পরের সঙ্গে। ক্রিকেটীয় সভ্যতার এ সুন্দর দৃশ্য গতকালও দেখা যায়নি। একে অপরকে এড়িয়েই গেলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানিয়েই সালমানের পাশ কেটে চলে যান সূর্যকুমার। গতাকাল ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান করে। প্রথম ওভারেই বেঁচে যান পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ইনিংসের তৃতীয় বলে ডিপ থার্ডে ক্যাচ দেন তিনি। তবে সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন অভিষেক শর্মা। তবে ফখর জামান ৯ বলে ১৫ রান করে হার্দিক পান্ডিয়ার বলে স্যামসনকে ক্যাচ দিয়ে উইকেট ছাড়েন।