বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দীর্ঘদিনের বন্ধ থাকা হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কলেজের ছাত্র হিসেবে ন্যায্য দাবি তুলেছি। অবিলম্বে বন্ধ থাকা হলগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীরা জানান, প্রায় ১৬ বছর ধরে কলেজের হলগুলো বন্ধ রয়েছে। এসব হলে শিক্ষার্থীদের থাকার সুযোগ না দিয়ে কিছু কর্মচারী বসবাস করছে। এর ফলে বাইরে থেকে আগত শিক্ষার্থীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন