পাকিস্তান আরও একবার বড় হারের স্বাদ পেলো। প্রতিশোধ আর তাদের নেয়া হলো না। উল্টো টুর্নামেন্টের ফাইনালে যাওয়া স্বপ্নে খেলো বড় ধাক্কা।
উড়ন্ত ভারতের কাছে বিপর্যস্ত হলো সালমান আগার দল। ১৭২ রানের টার্গেট দিলেও পাকিস্তানের বোলারদের নির্বিষ বোলিংয়ে বাজিমাত করেছে ভারত। ৬ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি পাকিস্তান। সুপার ফোরের ম্যাচেও সালমান-শাহিনরা কিছুই করতে পারলেন না।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহাদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ৩৯ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন অভিষেক।
তিলক ভার্মা দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় ভারত।
বিডি প্রতিদিন/নাজমুল