দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় অন্যতম বিদ্যাপীঠ সাউথইস্ট ইউনিভার্সিটি। ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টি। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত এর স্থায়ী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের দূরদর্শী ট্রাস্টি বোর্ড শুরু থেকেই একটি আধুনিক এবং সময়োপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছে। বর্তমানে চাকরির বাজারে শুধু পেশাগত দক্ষতা (হার্ডস্কিল) যথেষ্ট নয়; একজন প্রার্থীর সফটস্কিল বা ব্যক্তিগত দক্ষতাও গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়। এ বাস্তবতা মাথায় রেখে, সাউথইস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সফটস্কিল উন্নয়নে বিশেষ নজর দেয়।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস (সিপিডিএস) অফিসের অধীনে ২০টি ক্লাব ও ফোরাম রয়েছে। সিপিডিএস শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পেশাদার প্রশিক্ষণ এবং কর্মজীবনের সহায়ক কর্মসূচি পরিচালনা করে থাকে। এছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটি অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রকল্প শিক্ষার্থীদের সফটস্কিল এবং ব্যক্তিগত মানোন্নয়নের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই প্রকল্পে, পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষার্থীদের চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় : ইন্টার্ন, জুনিয়র, সিনিয়র এবং অ্যাম্বাসেডর। সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের বরেণ্য ও অভিজ্ঞদের পাশাপাশি তরুণ মেধাবী শিক্ষকদের সমন্বয়ে একটি গতিশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করেছে। বিশ্বায়নের এই যুগে শুধু স্থানীয় মানদণ্ডে শিক্ষা যথেষ্ট নয়, বৈশ্বিক জ্ঞান ও দক্ষতাও নিশ্চিত করা জরুরি। তাই সাউথইস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা ও মৌলিক মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে সচেষ্ট। এখানে প্রথাগত শিক্ষার বদলে ক্রিটিক্যাল থিংকিং বা বিশ্লেষণমূলক চিন্তাভাবনার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত শিক্ষাব্যবস্থা। এর শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুমগুলোতে মাল্টিমিডিয়া ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। এছাড়াও বড় পরীক্ষা ও বিশেষ ক্লাস পরিচালনার জন্য রয়েছে বেশ কয়েকটি এক্সাম হল এবং আন্তর্জাতিক কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মাল্টিপারপাস হল। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি সম্পূর্ণ কম্পিউটারাইজড এবং এতে রয়েছে দেশি-বিদেশি বই, জার্নাল ও সংবাদপত্রের বিশাল সংগ্রহ। শিক্ষার্থীরা KOHA সফটওয়্যারের মাধ্যমে দূর থেকে লাইব্রেরির রিসোর্স ব্যবহার করতে পারে। ব্যবহারিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের জন্য কম্পিউটার, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, আর্কিটেকচার এবং ফার্মেসির মতো বিভিন্ন বিভাগের জন্য এখানে অত্যাধুনিক ল্যাব রয়েছে। কোয়ান্টাম নেক্সাস ল্যাব, রোবোটিক্স ল্যাব এবং ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি ল্যাবের মতো বিশেষায়িত ল্যাবগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, পাওয়ার সিস্টেম ও টেক্সটাইল প্রযুক্তির মতো আধুনিক গবেষণার সুযোগ করে দেয়। সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১০টি বিভাগে মোট ১৬টি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। এর মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামগুলো হলো- সিএসই, ইইই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, বিবিএ, বাংলা, ইংরেজি, অর্থনীতি, এলএলবি এবং ফার্মেসি। অন্যদিকে, মাস্টার্স প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে, এমবিএ, ই-এমবিএ, এলএলএম, বাংলা, ইংরেজি এবং এমডিএস। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামগুলো আইইবি, আইএবি, ফার্মেসি কাউন্সিল এবং বার কাউন্সিলের মতো স্বনামধন্য সংস্থা কর্তৃক স্বীকৃত।