মালয়েশিয়ান ওপেন সাঁতারে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। গতকাল ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জয়ের এ গৌরব অর্জন করেন তিনি। থাইল্যান্ডে সাঁতারে উন্নত প্রশিক্ষণরত রাফির এটি আন্তর্জাতিক অঙ্গনের প্রথম স্বর্ণ জয়। গতকালের ইভেন্টে তিনি ২৬.৬৮ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। তার আগের সেরা টাইমিং ২৭.১৭ সেকেন্ড। মালয়েশিয়া থেকে উচ্ছ্বাস প্রকাশ করে রাফি বলেন, ‘আমার নিজের প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জিতেছি, খুবই ভালো লাগছে। আমি ২৫-এর ঘরে টাইমিং নিয়ে আসতে চাই। এজন্য নিবিড় অনুশীলন করছি।’ মালয়েশিয়ান উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় ফিলিপাইন, হংকংসহ আরও অনেক দেশ থেকেই প্রতিযোগী এসেছেন।
রাফির তথ্য, তার ইভেন্টে প্রতিযোগী ছিলেন ৬২ জন। এই ইভেন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে মালয়েশিয়ান ও সিঙ্গাপুরের সাঁতারু।