স্প্যানিশ কোপা দেল রের ৩১ শিরোপা জিতে সবচেয়ে সফলতম দল বার্সেলোনা। আর ২০২৩ সালে ওসাসুনাকে হারিয়ে ২০তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো বিলবাওয়ের ২৪টি। শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে এল ক্লাসিকোয় বার্সার মুখোমুখি হবে রিয়াল। ২০১৩-১৪ সালে শেষবার টুর্নামেন্টের ফাইনালে দেখা হয় তাদের। সেবার ২-১ গোলে জয় পায় রিয়াল। তবে কোপার ফাইনালের পরিসংখ্যানকে পুঁজি করে আশা বাঁধতে চাইবে রিয়াল সমর্থকরা। কেননা, টুর্নামেন্টে ৩৮ বারের মধ্যে সাতবারই দুই দল মুখোমুখি হয়েছে ফাইনালে। যার মধ্যে চারবারই জিতেছে রিয়াল। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে রিয়ালের চেয়ে বার্সাই এগিয়ে আছে। দুই দলের শেষ পাঁচবারের মুখোমুখিতে তিনবার ইয়ামাল-রাফিনিয়ারা এবং দুবার এমবাপ্পে-ভিনিসাসরা জিতেছে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপজয়ী বার্সেলোনা এবারের স্প্যানিশ লা লিগায় দুরন্ত খেলছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে ফ্লিকের দল উঠেছে সেমিফাইনালে, যেখানে প্রতিপক্ষ ইন্টার মিলান। শনিবার হবে মৌসুমের তৃতীয় এল ক্লাসিকো। এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট। প্রথমবার লা লিগায়, দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। দুটি ম্যাচে ফ্লিকের বাহিনীর কাছে পরাজয় তো বটেই, মোট ৯ গোল হজমের লজ্জাও আছে আনচেলত্তির দলের। মাত্র দুটি গোল কাতালানদের জালে জড়ান এমবাপ্পেরা। স্প্যানিশ লা লিগায় এখনো পাঁচ ম্যাচ বাকি। এই পাঁচ ম্যাচের মধ্যে এল ক্লাসিকোও আছে। চার পয়েন্টের ব্যবধান টপকে রিয়ালের খেতাব জয় দেখছেন না অনেক সমর্থক ও ক্রীড়া বিশ্লেষকরা। ইউরোপ সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই ছিটকে গেছেন এমবাপ্পে-ভিনিসাসরা। সে দিক থেকে দেখলে এই মৌসুমে একমাত্র কোপা দেল রের ট্রফি জেতার সুযোগ আছে রিয়ালের সামনে। তাই রিয়ালও চাইবে ট্রফিটা জেতার। সঙ্গে আগের দুই এল ক্লাসিকোর হারের প্রতিশোধ।