বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা এ সমাবেশ করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-কোটা নয় বরং ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশে বিএসসি ডিগ্রিধারীসহ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে; টেকনিক্যাল ১০ম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে; ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না মর্মে আইন পাস করতে হবে।
আইসিই বিভাগের শিক্ষার্থী হাসান হাওলাদার বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়াররা বেশি যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও নবম গ্রেডে কঠিন পরীক্ষা দিয়েই প্রবেশ করতে হচ্ছে। অথচ ডিপ্লোমাধারীরা দশম গ্রেড দখল করে রেখেছে। এমনকি ৭ বছর চাকরির পর কোনো পরীক্ষা ছাড়াই নবম গ্রেডের পদোন্নতি পাচ্ছে-এটা চরম বৈষম্য। খাতা-কলমে ৯ম গ্রেডে পদোন্নতির জন্য ৩৩% কোটা থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে ৫০% জায়গা তারা দখল করে রেখেছে।
ইইই বিভাগের শিক্ষার্থী আরিফ মাহমুদ ফয়সাল বলেন, ‘ডিপ্লোমাধারীরা যদি ৯ম গ্রেডে উঠতে চায়, তবে তাদের আমাদের সঙ্গে পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হবে। একইসাথে ১০ম গ্রেডের পদটি সবার জন্য উন্মুক্ত করতে হবে, যেন ডিপ্লোমা ও বিএসসি-উভয় শিক্ষার্থীই প্রতিযোগিতার সুযোগ পায়। এছাড়া ডিপ্লোমাধারীদের ৬টি দাবির মধ্যে অনেকগুলোই অযৌক্তিক।’
এ সকল বৈষম্য নিরসনের পাশাপাশি অবিলম্বে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই