সবজির বাজারে কয়েক মাস ধরে ক্রেতাদের মধ্যে যে স্বস্তি বিরাজ করেছে তা দিনদিন কমছে। বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বাড়ছে। বেশির ভাগ সবজি এখন ৬০ টাকার নিচে মিলছে না। আবার কিছু সবজি ১০০ টাকা পেরিয়ে গেছে। এ ছাড়া পিঁয়াজ গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে আলু। তবে দাম কমেছে সব ধরনের মুরগির। গতকাল রাজধানীর খিলক্ষেত, জোয়ারসাহারা ও মহাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজারে করলা ৭০-৮০, বরবটি ১০০, ধুন্দল ৭০, পটোল, ঝিঙে, চিচিঙ্গা ৮০, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শজিনা ১৪০, কাঁচা আম ৫০-৬০, কাঁচা মরিচ, শিম ৬০ থেকে ৮০, টম্যাটো ৪০-৫০, গাজর ৫০, মুলা ৬০, শসা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া ফুলকপি ৩০ থেকে ৬০, লাউ ৬০ থেকে ৮০ ও চালকুমড়া ৬০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এসব বাজারে এক হালি লেবু ১০ থেকে ২০ ও কাঁচকলা ৪০ টাকায় মিলছে। আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোয় দেশি পিঁয়াজ গত সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে ৬০, কোথাও ৬৫ টাকাও বিক্রি হচ্ছে। ভারতীয় পিঁয়াজ ৫০ টাকা। বাজারগুলোয় শাক গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। লাল শাক ১০ থেকে ২০ টাকা আঁটি, লাউ শাক ৪০, পালং শাক ১৫, কলমি শাক ২ আঁটি ২০, পুঁই শাক ৩০ এবং ডাঁটা শাক দুই আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারগুলোয় মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা কমে ২৬০ এবং সোনালি হাইব্রিড ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ২৭০, সাদা লেয়ার ২৬০, ব্রয়লার ১৭০ থেকে ১৮০ এবং দেশি মুরগি ৬৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি খাসির মাংস ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। আর ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়। এক সপ্তাহের মধ্যে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এক ডজন ডিম বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১২০ টাকায়, যা গতকাল বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকা দরে। মাছের দামও আগের মতোই অপরিবর্তিত। প্রতি কেজি রুই ৩৩০ থেকে ৪২০, কাতলা ৩৮০ থেকে ৪৫০, চাষের শিং ৫৫০, চাষের মাগুর ৫০০, চাষের কই ২০০ থেকে ২৫০, কোরাল ৭৫০, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ ও তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতি কেজি বোয়াল ৭৫০ থেকে ৮৫০, পোয়া ৪৫০, আইড় ৮০০ থেকে ৯০০, ট্যাংরা ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।