ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ ড্র করার পেছনে অনন্য অবদান রেখেছেন মোহাম্মদ সিরাজ। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে ভারতের ছয় রানের রোমাঞ্চকর জয়ে বড় ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার। সেই পারফরম্যান্সের পর সিরাজের প্রশংসায় পঞ্চমুখ সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সিরাজকে ভারতীয় টেস্ট দলের সম্ভাব্য নম্বর ১ বোলার হিসেবে যত্ন সহকারে গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।
ভারতের একমাত্র পেসার হিসেবে সিরিজের পুরো পাঁচটি ম্যাচই খেলেছেন সিরাজ। পুরো সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারিও সিরাজ। ২৩টি উইকেট নিয়েছেন এই ডানহাতি বোলার। ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচে ৯ উইকেট তুলে নেন, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ছিল পাঁচ উইকেট। বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণের তুরুপের তাস ছিলেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে সিরাজকে নিয়ে অশ্বিন বলেন, আমরা মোহাম্মদ সিরাজকে চিনতেই পারিনি। এখন সময় এসেছে তাকে স্বীকৃতি দেওয়ার। সে আবারও সামনে এসে দাঁড়িয়েছে, একটা বড় বার্তা দিয়েছে। ওর উদযাপন দেখলেই বোঝা যায় ও যেন বলতে চাইছে, ‘এটা ট্রেলার না, এটা পুরো সিনেমা। সে যেন বলছে, আমাকে ম্যাচ উইনার হিসেবে বিবেচনা করুন। ও আমাদের মনে করিয়ে দিচ্ছে সে একজন চ্যাম্পিয়ন বোলার। তার অ্যাকশন, টেকনিক আর পরিশ্রম তাকে একটানা পাঁচ টেস্ট খেলার সামর্থ্য দিচ্ছে।
সিরিজজুড়ে সিরাজ করেছেন ১৮৭ ওভার, যা ছিল এই সিরিজে কোনো বোলারের সর্বোচ্চ। অশ্বিন বলেন, সিরাজ এখন আর তরুণ নয়। টিম ম্যানেজমেন্টের উচিত তাকে অপ্রয়োজনীয় ম্যাচগুলো থেকে বিশ্রাম দেওয়া। সে হতে পারে আমাদের প্রধান টেস্ট বোলার, হয়ে উঠতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। আমাদের বোলিং আক্রমণ আবার নতুনভাবে গড়তে হবে। আমাদের আছে আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিং। তবে সিরাজের অভিজ্ঞতাকে কেন্দ্র করেই এই আক্রমণ গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/কেএ