২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা আশরাফ হাকিমির বিচার করার দাবি তুলেছেন ফরাসি কৌঁসুলিরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মরক্কোর এই আন্তর্জাতিক ডিফেন্ডার।
প্যারিসের উপশহর নানতের প্রসিকিউটর দপ্তর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা তদন্তকারী বিচারকের কাছে অনুরোধ করেছেন যেন এই মামলাটি আদালতে তোলা হয়। প্রসিকিউটররা বলেন, “এখন তদন্তকারী বিচারকের ওপর নির্ভর করছে—তিনি আদেশের আওতায় কী সিদ্ধান্ত নেন।”
২৬ বছর বয়সী হাকিমি চলতি বছরের মে মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে পিএসজির পক্ষে প্রথম গোলটি করেন। ক্লাবের ইতিহাসে প্রথম ইউরোপ সেরার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক নারীর করা অভিযোগের ভিত্তিতে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ওই নারীকে হাকিমি নিজ বাসায় আমন্ত্রণ জানান এবং তার যাতায়াতের খরচও বহন করেন। ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি, যখন হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন।
নারীটি অভিযোগ করেন, ওই রাতে হাকিমি তাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে ধর্ষণ করেন। পুলিশকে তিনি জানান, হাকিমির বাসা থেকে নিজেকে মুক্ত করে এক বন্ধুকে মেসেজ পাঠান, যিনি এসে তাকে নিয়ে যান।
তবে ওই নারী আনুষ্ঠানিক অভিযোগ জানাতে অস্বীকৃতি জানালেও প্রসিকিউটররা ঘটনার ভিত্তিতে নিজ উদ্যোগে মামলা দায়ের করেন। জানা গেছে, তাদের পরিচয় হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে।
শুক্রবারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হাকিমির আইনজীবী ফানি কলিন বলেন, “মামলার যেসব উপাদান রয়েছে, তার আলোকে প্রসিকিউটরদের এই আবেদন আমাদের কাছে অবোধ্য ও অযৌক্তিক মনে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই শান্ত ছিলাম। যদি এই আবেদন গৃহীত হয়, তাহলে সব ধরনের আইনি আপিলের পথ আমরা খোলা রাখব।”
অন্যদিকে, অভিযোগকারী নারীর আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো বলেন, “আমার মক্কেল এই সিদ্ধান্তে প্রবল স্বস্তি অনুভব করছেন।”
মাদ্রিদে জন্ম নেওয়া হাকিমি রিয়াল মাদ্রিদের যুব দল থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১৮ সালে যোগ দেন জার্মান ক্লাব বোরুশিয়া ডর্টমুন্ডে। সেখানে ৭৩ ম্যাচ খেলার পর ২০২০ সালে তিনি পাড়ি জমান ইন্টার মিলানে। এরপর ২০২১ সালে যোগ দেন পিএসজিতে, যেখানে হয়ে উঠেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য।
২০২২ সালের কাতার বিশ্বকাপে হাকিমি ছিলেন মরক্কো দলের অন্যতম স্তম্ভ, যাঁর নেতৃত্বে আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মরক্কো পৌঁছে যায় বিশ্বকাপের সেমিফাইনালে। সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/নাজিম