অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে 'হ্যালির ধূমকেতু' আখ্যা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
এবারের আইপিএলে রানের দেখা পাচ্ছেন না ম্যাক্সওয়েল। ৩ ইনিংসে ব্যাট করে মাত্র ৩১ করেছেন তিনি, এরমধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১ বলে করেন ৩০ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের সেরা থেকে অনেক দূরে ছিলেন এই অজি তারকা। তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩৯ রান। এমন সাদামাটা পারফরম্যান্সের কারণে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের সমালোচনার মুখে পড়েছেন ৩৬ বছর বয়সী ম্যাক্সওয়েল।
জিও হটস্টারকে মাঞ্জরেকার বলেন, 'হ্যালির ধূমকেতু সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এবং প্রতি ৭৫ বছরে একবার পৃথিবী থেকে দৃশ্যমান হয়। একইভাবে গ্লেন ম্যাক্সওয়েলও ৭৫ ম্যাচে একবার ভালো খেলে।'
তিনি বলেন, এটি (হ্যালির ধূমকেতু) ১৯৮৬ সালে শেষবার দেখা গিয়েছে এবং ২০৬১ সালে ফের দেখা যাবে। ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ের ক্ষেত্রেই একই ঘটনা দেখা যায়। গ্লেন ম্যাক্সওয়েল ক্রিকেটের হ্যালির ধূমকেতু।'
এ সময় ধারাভাষ্যকক্ষে মাঞ্জরেকারের সঙ্গে উপস্থিত ছিলেন নভজ্যোত সিং সিধু। তিনি মাঞ্জরেকারের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি। সিধু বলেন, 'ম্যাক্সওয়েল প্রতি ২৫ ম্যাচে একবার ভালো খেলেন।'
গত মেগা নিলামে ম্যাক্সওয়েলকে ৪.২ কোটি ভারতীয় রুপির বিনিময়ে দলে টানে পাঞ্জাব কিংস। ২০১২ সাল থেকে টানা আইপিএলে খেলে মাত্র ৩ মৌসুম ৪০০ বা এর অধিক রান করতে পেরেছেন এই অজি তারকা। গত বছরটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে বিস্মরণযোগ্য ছিল ম্যাক্সওয়েলের জন্য। ১০ ইনিংসে মাত্র ৫২ রান করেছিলেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা