সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে মো. সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টা ৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সেখানকার আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, সোহাগের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে সোহাগ। একই ঘটনায় এর আগে সোহাগের স্ত্রী রুপালী, ১৮ মাসের মেয়ে সুমাইয়াসহ তিনজন মারা যায়। ৩ মার্চ গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের চেয়ারম্যানবাড়ী এলাকায় বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ আটজন দগ্ধ হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সোমবার রাতে সোহাগ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ পর্যন্ত চারজন মারা গেছেন। আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।