নিষিদ্ধ ঘোষিত বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থ্যান চলাকালে গত বছরের ৪ আগস্টের সহিংসতার ঘটনায় দায়ের করা মারপিট ও বিস্ফোরক আইনের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম আদালতে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে ডাবলুকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।