হাইনরিখ ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরিতে রানের বন্যা বইয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র ৩৭ বলে শতরান করে আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটসম্যান।
ব্যাট হাতে ঝড়ের সূচনা করেন ট্রাভিস হেড। ওপেন করতে নেমে ৪০ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৬টি চার। এবারের আইপিএলে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি।
এরপর মাঠে নামে ক্লাসেনের তাণ্ডব। তিন নম্বরে নেমে মাত্র ৩৯ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার মধ্যে ৯৬ রানই আসে বাউন্ডারি থেকে—৯টি ছক্কা ও ৭টি চার। ইনিংসের মাত্র ৩৭ বলেই শতরানের গণ্ডি পেরিয়ে যৌথভাবে আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি গড়েন ক্লাসেন।
তার সমান ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতের ইউসুফ পাঠান, ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এর চেয়েও দ্রুত সেঞ্চুরি আছে মাত্র দুইজনের- ক্রিস গেইল (৩০ বলে) ও বৈভাব সুরিয়াভানশি (৩৫ বলে)।
এটি ক্লাসেনের আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, আগেরটি ছিল ২০২৩ সালে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার তৃতীয় শতক।
কলকাতার বিরুদ্ধে ব্যাটিং করে হায়দরাবাদ সংগ্রহ করে ৩ উইকেটে ২৭৮ রান—আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তালিকার শীর্ষ দুটি স্থানও হায়দরাবাদের দখলে, এই মৌসুমেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৮৬ এবং গত বছর বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান করেছিল তারা।
বিডি প্রতিদিন/মুসা