বগুড়ার শেরপুর শহরে জনসাধারণের চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ানো অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে শেরপুর পৌর কর্তৃপক্ষ। শনিবার (২৪ মে) বিকেলে থেকে টানা ৩ ঘণ্টা চলা এ অভিযানে ধুনট মোড় থেকে করতোয়া সেতু পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা প্রায় ১০টি অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
পথচারীদের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা নিয়ে নাগরিক মহলে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিশেষ করে সকাল ও বিকেল বেলা ব্যস্ত সময়ে রাস্তা দিয়ে চলাচলে বিঘ্ন ঘটে। অনেক সময় ঘটে দুর্ঘটনাও।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম। তিনি বলেন, পৌরসভার নিজস্ব জায়গা অবৈধভাবে কেউ দখল করে রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পৌরসভার কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ