দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজুর রহমানকে ঘিরে বড় প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। তবে সেই প্রত্যাশায় হঠাৎই ছেদ পড়েছে। বাঁহাতি এই পেসার ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন।
রবিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মুস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুস্তাফিজ। পরীক্ষায় দেখা গেছে, সেখানে চিড় ধরেছে। ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, 'গতকাল আইপিএলে খেলার সময় মুস্তাফিজ ইনজুরিতে পড়েন। তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। সেরে উঠতে তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আমাদের ধারণা, অন্তত দুই থেকে তিন সপ্তাহ সে খেলায় ফিরতে পারবে না।'
এ অবস্থায় মুস্তাফিজের জায়গায় দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। ৩২ বছর বয়সী এই বোলার এখনো জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় আছেন। তবে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ এই পেসার এখন পর্যন্ত ৭৪টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৯৪টি উইকেট নিয়েছেন।
বিডি প্রতিদিন/মুসা