আইপিএলের এবারের মৌসুম শেষ হলেও মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনার অবসান ঘটেনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের শেষে যখন শেষ উইকেটটি পড়ে, তখনই শুরু হয় চর্চা, এই কি তবে ধোনির শেষ আইপিএল ম্যাচ? ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিলেন, এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না।
ধোনি বলেন, 'আমার হাতে এখনও ৪-৫ মাস সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। কোনও তাড়া নেই। নিজেকে ফিট রাখতে হবে, সেরাটা দিতে হবে। যদি পারফরম্যান্স দেখেই অবসর নিতে হয়, তাহলে অনেকেই ২২ বছর বয়সেই অবসর নিয়ে নিত।'
তিনি আরও বলেন, 'আমি এখন রাঁচিতে ফিরব, বাইক চালাব। আমি বলব না আমি ফুরিয়ে গিয়েছি, আবার বলব না যে কামব্যাক করব। সময় নিয়ে ভাবব, তারপর সিদ্ধান্ত নেব।'
২০২০ সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হঠাৎ করেই, ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। আইপিএলেও কি সেই একই পথে হাঁটবেন তিনি? আপাতত তার উত্তর সময়ই দেবে। এখন শুধু অপেক্ষা ধোনির চূড়ান্ত সিদ্ধান্তের।
বিডি প্রতিদিন/মুসা