কক্সবাজারের অপরাধের মাস্টারমাইন্ডখ্যাত বহু মামলার আসামি শাহীনুর রহমান শাহীন ওরফে ডাকাত শাহীনের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল ভোররাত ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত রামুর মাঝিরকাটা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। শাহীনের নবনির্মিত বাড়ি থেকে রাইফেলের ১৯ রাউন্ড গুলি, টাকা গণনার মেশিন, দুটি দা, একটি ল্যাপটপ, চারটি আইপি ক্যামেরা জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহীন। পুলিশ জানায়, শাহীনের বিরুদ্ধে দুই ডজন মামলা রয়েছে। সম্প্রতি মিয়ানমার সীমান্ত দিয়ে গরু আনার কাজেও শাহীনের ডাকাত দল জড়িত বলে অভিযোগ রয়েছে।