সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির গেট বন্ধ করে দেওয়ায় আটদিন ধরে একটি পরিবার অবরুদ্ধ হয়ে রয়েছে। অভিযোগ রয়েছে একই গ্রামের তায়জুল মন্ডল ও তার স্বজনরা গেটবন্ধসহ বাড়ির সামনে মাটি খুড়ে টিন ও জাল দিয়ে বেড়া দিয়ে চলাচলের পথ রুদ্ধ করে রেখেছে।
ভুক্তভোগী আজাদ আলী জানান, প্রতিবেশী তায়জুল মন্ডলের সাথে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেটি নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় আটদিন আগে তায়জুল বাড়ির সামনে ফাঁকা স্থানে মাটি খুঁড়ে নেট জাল ও টিন দিয়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে তার পরিবারের শিশু-বৃদ্ধ শিক্ষার্থীসহ ২৫ জন অবরুদ্ধ হয়ে রয়েছে। বাড়ি থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজ করতে কষ্ট হচ্ছে। সমাধান পেতে সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে এ বিষয়ে তায়জুল ইসলাম মন্ডল জানান, আজাদ আলীর বাড়ির সামনের জায়গা আমাদের। জায়গাটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। আমরা আমাদের জায়গা উদ্ধার করতে মাটি খুঁড়ে টিন ও নেট জাল দিয়ে বেড়া দিয়েছি। তাদের আরও জায়গা আছে। সেখান দিয়ে তারা চলাচল করতে পারবে। আমাদের জায়গা দিয়ে তাদের চলাচল করতে দেব না।
এ বিষয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক ব্রজেশ্বর বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন পূর্বক উভয়পক্ষ মীমাংসা করে নেওয়ার আশ্বাস দিয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই