প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে খেলতে নামা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স শিরোপা নির্ধারণী ম্যাচে শক্ত প্রতিপক্ষ লাহোর কালান্দার্সকে দিয়েছে ২০২ রানের বড় লক্ষ্য।
রবিবার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা। শুরুটা ভালো না হলেও শেষদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে তারা।
শুরুর ধাক্কা সামলে দলকে পথ দেখিয়েছেন তরুণ ব্যাটার হাসান নাওয়াজ। তার ৭৬ রানের চমৎকার ইনিংস ও ফাহিম আশরাফের শেষদিকে ৮ বলে ২৮ রানের ঝড়ো ক্যামিওই কোয়েটার ইনিংস গুছিয়ে দেয়।
দলীয় ১৭ রানের মাথায় সৌদ শাকিলকে হারিয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়ে কোয়েটা। এরপর ফিন অ্যালেনও ফিরে যান দ্রুত, করেন মাত্র ১২ রান। তিন নম্বরে নেমে রাইলি রুশো কিছুটা ঝড় তোলার চেষ্টা করলেও ২২ রান করে ফিরে যান তিনিও।
তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের কাজ চালিয়ে যান হাসান নাওয়াজ। চতুর্থ উইকেট জুটিতে আভিশকা ফার্নান্ডো এবং পঞ্চম উইকেট জুটিতে দিনেশ চান্দিমালের সঙ্গে গড়ে তোলেন কার্যকরী জুটি। শেষ পর্যন্ত ৪৩ বলে ৭৬ রানের এক ঝলমলে ইনিংস খেলেন হাসান, যেখানে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা।
ইনিংসের শেষ দিকে যখন দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ছিল কোয়েটা, তখন ফাহিম আশরাফ খেলেন গুরুত্বপূর্ণ এক ক্যামিও। মাত্র ৮ বলে ২৮ রান করে ইনিংসের গতি বাড়িয়ে দেন তিনি। শেষ ওভারের শেষ বলে আউট হলেও ততক্ষণে দলের স্কোর পৌঁছে যায় ২০০ পেরিয়ে।
লাহোরের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ৪ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। হারিস রউফ ও সালমান মির্জা পান ২টি করে উইকেট। রিশাদ হোসেন ও সিকান্দার রাজা একটি করে উইকেট নেন।
বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন ছিলেন কিছুটা খরুচে। ৪ ওভারে ৪২ রান দিয়ে তিনি শিকার করেন একটি উইকেট, যেটি ছিল আভিশকা ফার্নান্ডোর।
বিডি প্রতিদিন/মুসা