রাজবাড়ীর পাংশায় ধান কাটতে গিয়ে বিষধর রাসেলস ভাইপারের দেখা পেয়েছেন কৃষকরা। পরে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াকুব আলীসহ (৬০) ছয়জন দিনমজুর স্থানীয় শিমুল প্রামাণিকের জমিতে ধান কাটতে যান। ধান কাটার সময় বিকালে ইয়াকুব আলী একটি সাপ দেখে চিৎকার দিলে কয়েকজন মিলে তাদের হাতে থাকা কাঁচি দিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরে তারা জানতে পারেন সাপটি রাসেলস ভাইপার। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা বলেন, ইতোমধ্যে হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। সেখানে সাপে কাটা রোগীর ভ্যাকসিন রয়েছে। জনসচেতনতা তৈরিতে প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে।