জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ডাকা অর্ধদিবসের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে গতকাল দুপুরে ধর্মঘট তুলে নেন তারা। ধর্মঘটে পেট্রোল পাম্প বন্ধ থাকায় ঢাকাসহ সারা দেশের গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।
এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৬টা থেকে রাজধানীসহ দেশের অধিকাংশ পাম্প বন্ধ রাখা হয়। পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জানান, বিপিসির সঙ্গে বৈঠকে দাবি বিবেচনার আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, ঢাকাসহ বিভিন্ন জেলার পেট্রোল পাম্পে তেল কিনতে না পেরে বিভিন্ন যানবাহনের চালকরা ফিরে যান। ফলে যানবাহন চলাচলে সমস্যা হয়। এতে সাধারণ যাত্রীসহ চালকরা গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন।
তবে ধর্মঘট চলাকালে হজ ফ্লাইট ও জরুরি সেবার গাড়ির জন্য তেল সরবরাহ চালু রাখা হয়। পুলিশের চুক্তিভুক্ত পাম্পগুলোও তাদের গাড়িতে তেল সরবরাহ করেছে।