নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কাশিপুর এলাকা থেকে রজনী আক্তার তুশি (৩৮) নামে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন একটি বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে স্থানীয় ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটক রজনী আক্তার তুশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি রাজধানীর ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের মেয়ে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম বলেন, “তুশি গত তিন মাস ধরে মুসলিম নগর এলাকার রুবেল মিয়ার বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি স্থানীয় ছাত্র জনতার সন্দেহ হলে তারা বাড়িটি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।”
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “আটক রজনী আক্তার তুশির বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-সংক্রান্ত একটি মামলা রয়েছে। বর্তমানে তিনি সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা থানায় এলেই তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।”
বিডি প্রতিদিন/আশিক