“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার কুমিল্লা জেলা পরিষদ ডাক বাংলোতে এ মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। মেলার উদ্বোধন শেষে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ অন্যরা।
তিনদিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে পুরাতন জেলা পরিষদ ভবনে বিভিন্ন ভূমি সেবা বিষয়ক ১০টি স্টল বসেছে। র্যালি ও আলোচনা শেষে অতিথিরা মেলা স্টল ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/এএম