কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্কে পঞ্চগড় থেকে আহত অবস্থায় উদ্ধার করা নীলগাইটি মারা গেছে। শনিবার সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে এটি মারা যায়। স্থানীয়রা অভিযোগ করেন, অবহেলা ও রোগ নিরূপণে দ্রুত পদক্ষেপ না নেওয়ায় নীলগাইটির মৃত্যু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জন খাতেম জুলকারনাইন।
তিনি বলেন, দায়িত্বে অবহেলার বিষয়টি সঠিক নয়।
১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় উদ্ধার করে ১৫ মে সাফারি পার্কে চিকিৎসার জন্য পাঠানো হয়। এর চারটি পাসহ সারা শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল। এমনকি পায়ের জয়েন্ট ভেঙে তরল পদার্থ বের হওয়ার কারণে ক্ষতস্থানে ব্যাপক জীবাণু প্রবেশ করে মারাত্মক ক্ষতি হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরও নীলগাইটির মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে নীলগাইটিকে পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে ঢাকায় ল্যাবে নমুনা পাঠানো হবে।